Author: ismail

টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় শাহপরীর দ্বীপে ভিজিডি’র অর্থ বিতরণ

টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় এনজিও সংস্থা শেড এর সহযোগীতায় শাহপরীর দ্বীপে ভিজিডি কার্ডধারী মহিলাদের মাঝে তাদের সঞ্চয়কৃত অর্থ হস্তান্তর করা হয়। ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ অর্থ হস্তান্তর অনুষ্ঠানের সিডিল থাকলেও শাহপরীর দ্বীপের ভিজিডি কার্ডধারী দুস্থ মহিলাদের যাতায়ত সমস্যার কথা বিবেচনা করে চেয়ারম্যানের হস্তক্ষেপে তা শাহপরীর দ্বীপ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত সঞ্চয়ী অর্থ হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবরাং ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হামিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেড এর প্রোগ্রাম পরিচালক বাথাই মং, ৯নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুস সালাম, সংরক্ষিত মহিলা সদস্য সনজিদা বেগম। এতে শাহপরীর দ্বীপের ৩ ওয়ার্ডের ১৮৯ জন মহিলা সদস্যদের মাঝে ভিজিডির টাকা হস্তান্তর করেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হামিদুর রহমান।

টেকনাফ উপজেলার হ্নীলায় শেড-সৌর্হাদ্য-২ কর্মসূচীর বিদায়ী সভা

টেকনাফ উপজেলার হ্নীলায় কর্মরত এনজিও সংস্থা শেড-সৌহার্দ্য-২ কর্মসূচীর বিদায়ী সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তারা বলেন দেশের দরিদ্র ও অতিদরিদ্র মানুষের ভাগ্য পরিবর্তন করতে এই জাতীয় কর্মসূচীর বিকল্প নেই। ৯ ফেব্রুয়ারী সোমবার সকাল ১১টায় হ্নীলা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই সংস্থ্রা বিদায়ী সভা প্যানেল চেয়ারম্যান আবুল হোছন মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি শেড-সৌহার্দ্য-২ কর্মসূচীর প্রকল্প সমন্বয়কারী। বিশেষ অতিথি ছিলেন কেয়ার বাংলাদেশের কমিউনিটি অফিসার হাওলাদার নাসির উদ্দিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন শেড-সৌহার্দ্য-২ কর্মসূচীর টেকনাফ সুপার ভাইজার মনিরুল আলম। এফএফ রুহুল কাদেরের পরিচালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফরিদুল আলম মেম্বার, আলী আহমদ মেম্বার, মোঃ হোছন বাইল্যা, মোঃ ইউনুছ মেম্বার, মোঃ আলী মেম্বার, আনোয়ারা ছিদ্দিকা, ইউপি সচিব হাকিম উদ্দিন পাহাড়ী, দূর্যোগ ও ঝুঁিক হ্রাস বিষয়ক টেকনিক্যাল অফিসার আব্দুল মান্নান, ইনফ্রাকট্রাকসার অফিসার সৌরভ চাকমা, সাবেক মেম্বার ছালেহ আহমদ, কবির আহমদ,আবু বক্কর ছিদ্দিক, মুক্তিযোদ্ধা সিরাজুল কবির, দেলওয়ারুল ইসলাম, নুর হোসেন, মোঃ হাশেম, জাফর আলম, হ্নীলা হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সালাম,হ্নীলা প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক এরশাদুর রহমান, এফডিএসআরের ক্লিনিক ম্যানেজার বাবু অজয় কুমার চৌধুরী, হ্নীলা পরিবার-পরিকল্পনা পরিদর্শক মংটিং অং,স্বাস্থ্য পরিদর্শক ওসমান গণি, উপসহকারী কৃষি কর্মকর্তা আনোয়ার হোছাইন, ব্র্যাক প্রতিনিধি আওলাদ হোসেন, পরিবার পরিকল্পনা পরিদর্শিকা নুসরাত জাহান খুকী, গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি ছৈয়দ নুর,ঠান্ডা মিয়া,সরওয়ার কামাল, সহসভাপতি শব্বির আহমদ,সাংগঠনিক জয়নাল আবেদীন ও স্বেচ্ছাসেবক হোছন আহমদ,এফএফ দুলাল কান্তি দাশ, আব্দুল্লাহ ও এএছিদ্দিক প্রমুখ। এতে বক্তারা বলেন গত ২০১১সাল হতে ২০১৫সালের ২৮শে ফেব্রুয়ারীর মধ্যে সৌহার্দ্য-২ কর্মসূচীর কার্যক্রম সমাপ্ত হতে চলছে। সততা,স্বচ্ছতা ও নিষ্ঠার সাথে কাজ করায় এলাকার উন্নয়নে, দরিদ্র ও অতিদরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা ও জীবন যাত্রার মান উন্নয়নে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তা উজ্জল দৃষ্টান্ত হয়ে থাকবে। দেশের দরিদ্র ও অতিদরিদ্র মানুষের ভাগ্য পরিবর্তন করতে এই জাতীয় কর্মসূচীর বিকল্প নেই।